নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নতুন বাজারে আগুনে পুড়ে আটটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি দোকান মালিকদের। বুধবার (২০ মার্চ) ভোরে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নতুন বাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানায়, ভোরে সেহরির পর ফজর নামাজ পড়ে ফেরার সময় বাজারে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। আগুন দেখে লোকজন এগিয়ে এসে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু তীব্রতা বেশি হওয়ায় তা নিয়ন্ত্রণ করতে পারেনি স্থানীয় লোকজন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু তার আগেই পুড়ে ছাই হয়ে যায় আটটি দোকান। দোকান মালিকরা জানান, সেহরি খেয়ে এসেই দেখেন তাদের দোকানের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে করে প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে তাদের।
কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জামিন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পাওয়ার পর আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এ এস/
Discussion about this post