আর কয়দিন পর ই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। বান্দ্রায় অভিনেত্রীর নিজ বাড়িতেই আয়োজন করা হবে বিয়ের আসর। শোনা যাচ্ছে, অতিথির সংখ্যা কম বলেই নিজের বাড়িতে বিয়ের আয়োজন করেছেন সোনাক্ষী। এছাড়াও মুম্বাইয়ের একটি হোটেলে ঢালাও করে আরও একটি আয়োজন করার কথা রয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর, ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসবেন সোনাক্ষী। অভিনেত্রীর বাড়িতেই বসবে বিয়ের মণ্ডপ। এ সময় আয়োজন গুলোর মধ্যে থাকবে গায়ে হলুদ, মেহেদির মতো সমস্ত অনুষ্ঠানই। তবে ভিন্নতা থাকবে সোনাক্ষীর বিয়ের থিমে। থাকবে না চিরাচরিত হলুদ, গোলাপি, লালের ছোঁয়া। বিয়ের পোশাকও হবে আলাদা রকমের।এর আগে সোনাক্ষী-জাহিরের বিয়ের কার্ড ফাঁস হয়ে যায়। সেখান থেকে তথ্য পাওয়া যায়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের লাল পোশাক না পরে আসার অনুরোধ করা হয়েছে। এমনকি ফরমাল পোশাকও পরিহার করতে বলা হয়েছে।
এস এম/
Discussion about this post