সৌদি আরবের আল আহসা শহরে বসবাসরত বাংলাদেশিদের সেবা প্রদান করছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে কনস্যুলার সেবা প্রদান শুরু হয়েছে। এ সময় অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হয়।
এ ছাড়া দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুব প্রাপ্ত, ইকামা বিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা প্রদান করা হয়।অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।
সেবা গ্রহণ করতে আসা স্থানীয় প্রবাসীদের সৌদি আরবের আইন কানুন মেনে চলার পরামর্শ দেয়া হয়। এ ছাড়াও বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। একইসঙ্গে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুবিধার কথাও অভিবাসীদের কাছে প্রচার করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
কনস্যুলার সেবা শনিবার (৯ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত দেওয়া হবে।
Discussion about this post