আরব নিউজের প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, গত ২০ থেকে ২৬ জুন সারা সৌদি আরবে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। দেশটিতে আবাসন, শ্রম, ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘন ঠেকাতে এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের দেশের সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনের জন্য ৩ হাজার ২৩০ জন এবং শ্রম নিয়ম লঙ্ঘনের জন্য এক হাজার ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।কর্মকর্তারা আরও জানান, সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় এক হাজার ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেন, ৬২ শতাংশ ইথিওপিয়া এবং দুই শতাংশ অন্যান্য দেশের মানুষ। বেআইনিভাবে সৌদি আরব ছাড়তে গিয়ে আরও ৬৬ জন গ্রেপ্তার হয়েছেন।
এ ছাড়া আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘন করার পাশাপাশি এসব মানুষের কার্যক্রম গোপন করার জন্য একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
এস এম/
Discussion about this post