মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৯ হাজার ৩২১ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। শ্রম, আবাসন, এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার (২৭ জানুয়ারি) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের বরাত দিয়ে আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ১১ হাজার ৪২৭ জন, ৪ হাজার ৬৯৭ জনকে অবৈধ সীমান্ত অতিক্রম এবং শ্রম আইন লঙ্ঘন করায় আরও ৩ হাজার ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়।
এছাড়া, অবৈধভাবে রাজ্যে প্রবেশের চেষ্টা করার জন্য গ্রেপ্তারদের মধ্যে ৩১ শতাংশ ইয়েমেনি, ৬৭ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য জাতীয়তার ছিল।
প্রায় ৩ কোটি ৪৮ লাখ মানুষের দেশ সৌদি আরব। বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ অভিবাসী শ্রমিক সৌদিতে কর্মরত রয়েছেন।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে।
এফএস/
Discussion about this post