সৌদি আরবে গেল এক সপ্তাহে সীমান্ত নিরাপত্তা, আবাসিক আইন ভঙ্গসহ কর্মক্ষেত্রে জালিয়াতির অভিযোগে ১৬ হাজার ১৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার ( ১ জুন) সৌদি প্রেস এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক আইন ভঙ্গের দায়ে ১০ হাজার ৫৭৫ জনকে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করায় ৩ হাজার ৭২৬ জনকে এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ১ হাজার ৮৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে প্রবেশের সময় সীমান্ত এলাকা থেকে ৯৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের মধ্যে ৫৭ শতাংশ ইউথোপিয়ান, ইয়েমেনি ৩৯ শতাংশ এবং ৪ শতাংশ অন্যান্য দেশের।
এ ছাড়া সৌদি সীমান্ত অতিক্রম করে অন্য দেশে প্রবেশের অপরাধে ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ এস/
Discussion about this post