স্বাদে কিংবা ধর্মীয় গুরুত্বে মুসলিমদের কাছে খেজুর যেমন সুস্বাদু তেমনি পবিত্র। বিশেষ করে পবিত্র রমজান মাস এলেই মরুর দেশের এ ফলকে ঘিরে চলে রমরমা ব্যবসা। খেজুর ছাড়া যেন ইফতারই অসম্পূর্ণ।
এই ফলটিই এবার দারুণ ব্যবসা করেছে সৌদি আরবে,বাড়াচ্ছে জিডিপি।
গত একবছরে সৌদির খেজুর রফতানি বেড়েছে ১৪ শতাংশ। গতবছরে অর্থাৎ ২০২৩ সালে ১.৪৬২ বিলিয়ন রিয়ালের খেজুর রফতানি করেছে সৌদি আরব। আর ২০২২ সালে এর পরিমাণ ছিল ১.২৮০ বিলিয়ন রিয়াল। ন্যাশনাল সেন্টার ফর পামস অ্যান্ড ডেটসের (এনসিপিডি) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত খেজুরসহ অন্যান্য রফতানি ১৫২.৫ শতাংশ বেড়েছে। ২০১৬ সালে সৌদি আরব ৫৭৯ মিলিয়ন রিয়ালের পণ্য রফতানি করে, যা ২০২৩ সালে বেড়ে দাঁড়ায় ১.৪৬২ বিলিয়ন রিয়াল।
এছাড়াও সৌদি খেজুরের রফতানি বাজারও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে চীনে ২০২২ সালের তুলনায় ২০২৪ সালে রফতানি বেড়েছে ১২১ শতাংশ। এছাড়া ফ্রান্সে ১৬ শতাংশ, সিঙ্গাপুর ও কোরিয়াতেও বেড়েছে যথাক্রমে ৮৬ ও ২৪ শতাংশ।
এনসিপিডির প্রধান নির্বাহী ডক্টর মোহাম্মদ আলনুওয়াইরান এ সাফল্যের পেছনে নেতৃত্ব, খেজুর উৎপাদনকারী, রফতানিকারক এবং সরকারি সংস্থার সম্মিলিত প্রচেষ্টাকে কৃতিত্ব দিয়েছেন। এ সহযোগিতামূলক উদ্যোগগুলোর মধ্যে স্থানীয় এবং আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ, ব্যবসায়িক মিশন সংগঠিত করা, রফতানি পদ্ধতিকে সুবিন্যস্ত করা এবং বেসরকারি খাতের সমন্বিত কৌশল অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়াও বেসরকারি খাতের সাথে অংশীদারত্বে সৌদির খেজুরকে বিশ্বব্যাপী ভোক্তাদের পছন্দের শীর্ষ তালিকায় রাখার উদ্যোগ নিয়েছেন বলে জানান এনসিপিডির প্রধান নির্বাহী আলনুওয়াইরান।
এফএস/
Discussion about this post