সৌদি আরবে সন্ধান মিলেছে প্রায় ৪০০ বছর আগের এক গুহার। এই গুহার দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার, এবং গুহার গভীরে মিলেছে অসংখ্য বন্য ছাগলের কঙ্কাল । মদিনার উত্তরপূর্বাঞ্চলের সামুদ্রিক অঞ্চল খাইবার পর্বতমালায় এ গুহার সন্ধান পান ভূতত্ত্ববিদরা। তাদের দাবি, সৌদি আরবের সবচেয়ে বড় গুহা এটি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
সাম্প্রতিক সময়ে পর্যটনের ওপর গুরুত্ব দিচ্ছে সৌদি আরব। নতুন এ গুহা পর্যটন খাতকে সমৃদ্ধ করবে বলে মনে করে দেশটি। একই সঙ্গে সামুদ্রিক অঞ্চল খাইবারে অনেক পর্যটকের সমাগম হবে বলেও দাবি করা হয়।
সৌদির ভূতত্ত্ব জরিপ সংস্থার মুখপাত্র তারিক আবা আল খলিল জানিয়েছেন, ভূতাত্ত্বিক দল খুবই সাবধানতার সঙ্গে অগ্নিয়গিরিজাত শিলার গুহাটির সবকিছু রেকর্ড করেছেন। গুহাটির দৈর্ঘ্য পাঁচ কিলোমিটার গুহাটির নাম দেওয়া হয়েছে আবু আল-ওয়ালে । এতে প্রচুর সংখ্যক বন্য ছাগলের কঙ্কাল পাওয়া যাওয়ার কারণে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে গুহাটির ভেতর আরও প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।
ভূতত্ত্ববিদরা বলছেন, সৌদি আরবে যত গুহা আছে তার মধ্যে এটি অনেকটাই ব্যতিক্রম। এই গুহাটি বিগত বছরগুলিতে আবিষ্কৃত ৩০০ টি গুহার সাথে মিলিত হয়েছে, যার বেশিরভাগই রিয়াদের উত্তরে কেন্দ্রীয় অঞ্চল, আল-সামান, পূর্ব অঞ্চল এবং আল-হাররাত অঞ্চলে অবস্থিত।
পর্যটকদের আকৃষ্ট করার পাশাপাশি এই গুহাটি গবেষক এবং বিশেষজ্ঞদের জন্যও জ্ঞানের একটি অন্যতম মাধ্যম হবে। এরমাধ্যমে সৌদি সম্পর্কে আরও নতুন কিছু জানা যাবে বলেও মনে করেন ভূতত্ত্ববিদরা।
ভিডিও সংবাদ দেখতে ক্লিক করুন।
এফএস/
Discussion about this post