সৌদি আরবের জেদ্দায় নিজ জেলার প্রতিবেশীর হাতে সাব্বির হোসেন নামের ২৬ বছর বয়সের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (৩ মার্চ) বিকেল ৪টার দিকে সৌদি আরবের জেদ্দায় এই ঘটনা ঘটে।
নিহত মো. সাব্বির হোসেন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের গড়মাছুয়া গ্রামের বাবুল ফকিরের ছেলে।তবে এখন পর্যন্ত অভিযুক্ত ওই যুবকের নাম-পরিচয় জানা যায়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় মাস আগে সৌদি আরবে যান মো. সাব্বির হোসেন। সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি। গত রোববার (৩ মার্চ) বিকেলে তুচ্ছ ঘটনায় একই কক্ষে থাকা এক প্রবাসী বাংলাদেশির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে কিলঘুষি মেরে আহত করা হয়। এ ঘটনার বিচার দিতে সাব্বির তার কফিলের (কোম্পানির মালিক) কাছে যাচ্ছিলেন। এসময় ওই প্রবাসী ও তার সঙ্গে থাকা কয়েকজন মিলে সাব্বিরকে গলা টিপে হত্যা করেন।সাব্বিরকে হত্যা করার ঘটনাটি আরেক প্রবাসী ফোন কল দিয়ে পরিবারকে জানান।
নিহতের চাচাতো ভাই আব্দুল্লাহ আল মামুন ও সিদলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কাঞ্চন প্রবাসী সাব্বির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।
এস আর/
Discussion about this post