সৌদি আরবে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত এক সপ্তাহব্যাপী অভিযান চলাকালে মোট ২২ হাজার ৫৫৫ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেদেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ হাজার ২৬০ জনকে আবাসন সংক্রান্ত, ৪ হাজার ৯৫৪ জনকে সীমান্ত নিরাপত্তা সংক্রান্ত এবং ৩ হাজার ৩৪১ জনকে শ্রম বিধি লঙ্ঘনের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে।
সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ১ হাজার ৭০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ৪২ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এ ছাড়া ৮১ জনকে অবৈধভাবে দেশত্যাগের চেষ্টার জন্য আটক করা হয়েছে। সৌদি কর্তৃপক্ষ অবৈধ অনুপ্রবেশ, পরিবহন, আশ্রয়দান বা চাকরি দেয়ার দায়ে ২৪ জনকে গ্রেপ্তার করেছে।
বর্তমানে ৩৩ হাজার ৮৭১ জন প্রবাসী—৩০ হাজার ৯৮৪ জন পুরুষ এবং ২ হাজার ৮৮৭ জন নারী—আইনি প্রয়োগের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৬ হাজার ৪৮৯ জনকে ভিসা সংক্রান্ত নথিপত্রের জন্য তাদের নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটে পাঠানো হয়েছে, ২ হাজার ২৭৪ জন দেশত্যাগের ব্যবস্থা করছেন এবং ১০ হাজার ৯৪৮ জনকে ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে।
সূত্রঃ গালফ নিউজ
এ ইউ/
Discussion about this post