ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের পর এবার দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করার আলোচনা শুরু করতে যাচ্ছে সৌদি আরব। আগামী সপ্তাহে ইরানের সাথে আনুষ্ঠানিকভাবে এই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন ইরানের সরকারি একজন কর্মকর্তা।
ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আইএলএনএর বরাত দিয়ে রোববার (১০ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহে ইরানের সাথে সৌদি আরবের সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হতে পারে।
আইএলএনএর প্রতিবেদন অনুযায়ী, তেহরান থেকে রিয়াদ এবং দুই দেশের অন্যান্য শহরে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে কোনও প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন ইরানের সড়ক এবং নগর উন্নয়ন বিভাগের উপপরিচালক মোহাম্মদ মোহাম্মদি বখশ।
মধ্যপ্রাচ্যের আঞ্চলিক দুই প্রতিদ্বন্দ্বীর মাঝে কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে নিয়মিত ফ্লাইট চালুর বিষয়টি আরেকটি পদক্ষেপ হবে। কয়েক বছরের উত্তেজনার পর কূটনৈতিক সম্পর্ক পুনরায় স্থাপনে গত মার্চে চীনের মধ্যস্থতায় সৌদি আরব ও ইরানের মাঝে একটি চুক্তি হয়। সৌদি-ইরানের দীর্ঘদিনের বৈরীতা ও উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। একই সঙ্গে ইরাক, সিরিয়া এবং ইয়েমেন সংঘাতেও জ্বালানি জুগিয়েছে দুই আঞ্চলিক পরাশক্তির বৈরী সম্পর্ক।
Discussion about this post