পরিবারের সুখের জন্য সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার কোরআনের হাফেজ মাহবুবুর রহমান। ২০২৩ সালের এপ্রিল মাসে রিক্রুটিং এজেন্সি এসএম এন্টারপ্রাইজের মাধ্যমে বিদেশে পাড়ি জমান মাহবুব। সেখানে যাওয়ার পর চুক্তি অনুযায়ী কাজ না পেয়ে শুরু করেন জীবন যুদ্ধ।
এরপরই শিকার হোন দূর্ঘটনার। ভর্তি করা সৌদির একটি হাসপাতালে। সেখাসে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন মাহবুব। কিন্তু তেমন উন্নতি দেখা যাচ্ছিলো না। একটা সময় শরীরে পচন ধরতে শুরু করে। মাহাবুবকে দেশে ফেরাতে স্বজনরা দালাল ও এজেন্সি অফিসে দীর্ঘদিন ঘুরেও কোন সমাধান না পেয়ে ব্র্যাকের সহায়তায় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ানের কাছে আবেদন করেন তার স্বজনরা।
পরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সার্বিক সহযোগিতায় সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮ টা ৪০ মিনিটে ফ্লাই দুবাইয়ের বিমানের একটি ফ্লাইটে দেশে ফেরেন মাহবুব। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন তিনি সেখানেই চিকিৎসা নিচ্ছেন।
এ এস/
Discussion about this post