সৌদি আরবের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছে বাংলাদেশের বৃহৎ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রি বা এফবিসিসিআই এর সভাপতি মাহবুবুল আলম।
বৃহস্পতিবার রিয়াদে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার এন্ড কমার্স ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ সালেহ আল ফরিদির সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান তিনি।
বৈঠকে সৌদি ব্যবসায়ীদের জন্য বাংলাদেশে বিশেষ ইকোনমিক জোন তৈরি করা হয়েছে বলে জানান মাহবুবুল আলম। বলেন, বিদেশিদের জন্য নিরাপদ বিনিয়োগের সব সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে।
এসময় দুদেশের ব্যবসায়ীদের মধ্যে জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, পর্যটন, খাদ্যপণ্য, লজিস্টিকস, পোশাক শিল্পসহ বিভিন্ন খাত চিহ্নিত করে পারস্পরিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে ঐক্যমত প্রকাশ করা হয়।
এর আগে, ফেডারেশন অফ সৌদি চেম্বার অ্যান্ড কমাসের ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলকে স্বাগত জানান। এছাড়াও বাংলাদেশি বিনিয়োগকারীরা সৌদি আরবে বিনিয়োগের বড় অংশিদার হবে বলেও মনে করেন।
বৈঠকে তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের সৌদি আরবে বিনিয়োগের বিভিন্ন সুবিধার কথা তুলে ধরেন। সেই সাথে দুই দেশের মধ্যে সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের উপর জোর দেন।
এসময় সভায় এফবিসিসিআই সভাপতি সৌদি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের জন্যে অনুকূল পরিবেশ উল্লেখ করে বিনিয়োগের আহ্বান জানান।
এরপর এফবিসিসিআই এবং ফেডারেশন অফ সৌদি চেম্বার অ্যান্ড কমার্সের মধ্যে বিজনেস কাউন্সিল এবং রিয়াদ চেম্বার অফ কমার্সের বিটুবি ম্যাচ মেকিং সেশন অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, চলতি বছরের মার্চে ঢাকায় এফবিসিসিআই এর আয়োজনে অনুষ্ঠিত বিজনেস সামিটে দুই দেশেরে মধ্যে যৌথ বিজনেস কাউন্সিল গঠিত হয়। এর ধারাবাহিকতায় রিয়াদে গত বৃহস্পতিবার দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে প্রথম বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এসময় সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানান এফবিসিসিআই সভাপতি।
Discussion about this post