সৌদি আরবের বাদশাহ সালমান বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সৌদি রিয়ালের নতুন প্রতীকের অনুমোদন দিয়েছেন। এর মধ্যে দিয়ে দেশটির আর্থিক খাত নতুন অধ্যায় শুরু করল। সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কর্তৃপক্ষ সৌদি রিয়ালের নতুন প্রতীক অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আয়মান আল সায়ারি। তিনি বিশ্বাস করেন নতুন এই প্রতীক সৌদি আরবের আর্থিক খাতকে স্থানীয় এবং আন্তর্জাতিকভাবে আরও সমৃদ্ধ করবে।
আল-সায়ারি আরও বলেন, এই ধরনের উদ্যোগ সৌদি রিয়ালের ক্রমবর্ধমান আন্তর্জাতিক প্রভাবকে তুলে ধরে এবং জাতীয় সম্মান ও সাংস্কৃতিক ঐক্যকে উৎসাহিত করে। তিনি বলেন, নতুন প্রতীকটি রাজ্যের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে।
সৌদি আরবের জাতীয় মুদ্রা ‘রিয়ালকে’ অ্যারাবিক ক্যালিওগ্রাফিতে লেখা হয়েছে। এখন থেকে নতুন প্রতীকে ছাপানো রিয়াল আর্থিক এবং বাণিজ্যিক খাতে ব্যবহারের পাশাপাশি আন্তর্জাতিক পরিসনে ব্যবহৃত হবে।
সূত্র: আরব নিউজ
এস এইচ/
Discussion about this post