পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটকের ধেরি কোটে একটি স্কুল ভ্যানে বন্দুকধারীদের গুলিতে দুই শিশু নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও পাঁচজন।
উদ্ধারকারী কর্মকর্তার বরাতে বৃহস্পতিবার (২২ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
উদ্ধারকারী কর্মকর্তারা আরও জানান, বন্দুক হামলায় আহত শিশুদের বয়স পাঁচ থেকে ১২ বছরের মধ্যে। তাদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বন্দুক হামলায় নিহত শিশুদের মধ্যে একটি নয় বছর বয়সি ছেলে এবং একটি ১০ বছর বয়সি মেয়ে রয়েছে। আর আহত পাঁচজনের মধ্যে আট বছর বয়সি দুইজন, সাত বছর বয়সি একজন, ১২ বছর বয়সি একজন ও চার বছর বয়সি একটি শিশু রয়েছে।
হামলার বিষয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ রাওয়ালপিন্ডির কমিশনার আবদুল আমের খট্টকের কাছে রিপোর্ট চেয়েছেন।
এছাড়া হামলায় দুই শিশুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহত শিশুদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন।
এদিকে, অ্যাটকের এই ‘নৃশংস’ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও। এক বিবৃতিতে তিনি বলেন, নিষ্পাপ শিশুদের টার্গেট করা অত্যন্ত নিষ্ঠুর এবং লজ্জাজনক কাজ।
এছাড়াও কর্তৃপক্ষকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
এ ইউ/
Discussion about this post