প্রবাস জীবন এখন শুধুই যন্ত্রণার মালয়েশিয়া ফেরত দেলোয়ার হোসেনের। অসুস্থ অবস্থায় দেশে ফিরলেও স্ত্রী সন্তান দায়িত্ব নিতে রাজি হচ্ছেনা দেলোয়ার হোসেনকে। আজ ভোর ৫.১০ মিনিটে বাংলাদেশ বিমান যোগে অসুস্থ অবস্থায় বাকশক্তি হারিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেন মাদারীপুরের দেলোয়ার হোসেন।
বিমানবন্দরে স্বজনরা না আসায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মীরা দেলোয়ারকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) অফিসে রেখে যান। পরিবার খুঁজে হস্তান্তরের জন্য ব্র্যাকের সহায়তা চেয়ে ফোন করলে ভোরেই বিমানবন্দরে গিয়ে অসুস্থ অবস্থায় দেখা যায় দেলোয়ারকে।
এরপর ভুক্তভোগীর সাথে থাকা দীর্ঘ ৭ বছর মালয়েশিয়াতে ছিলেন দেলোয়ার হোসেন। স্ত্রী, সন্তান ও ভাইয়ের নাম্বারে এপিবিএন থেকে যোগাযোগ করলে দেলোয়ারের দায়িত্ব নিতে রাজি হয়নি স্বজনরা। দেলোয়ার মালয়েশিয়াতে স্ট্রোকের কারনে বাকশক্তি হারান ও দেহের ডান সাইট পুরোপুরি অকেজো হয়ে পড়ে। এরপর বিমানবন্দর স্বাস্থ্য বিভাগ এসে দ্রুত চিকিৎসার জন্য পাঠান বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে কিন্তু রোগীর অবস্থা দেখে তারা চিকিৎসা বা ভর্তি নিতে রাজি হয়নি। এরপর সেখানে থেকে নেওয়া হয় কুর্মিটোলা হাসপাতালে। সেখানেও একই অবস্থা হলে এপিবিএন অফিসের সহায়তায় চিকিৎসা করেন হাসপাতাল কতৃপক্ষ।
এখন দেলোয়ার ব্র্যাক মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের তত্বাবধানে ব্র্যাক লার্নিং সেন্টার আশকোনায় আছেন।
এ এস/
Discussion about this post