আগামী ২১ ডিসেম্বর জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহিদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক কনসার্ট। এতে বিনা পারিশ্রমিকে গান পরিবেশনা করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। অনুষ্ঠানটির আয়োজন করছে ‘স্পিরিটস অব জুলাই’ প্ল্যাটফর্ম। চ্যারিটি কনসার্টটি ঘিরে আসছে একের পর এক সুসংবাদ।
এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের জন্য টিকিটের মূল্যে বড় ছাড় রাখা হয়েছে। এই আয়োজনে ভেন্যুর অর্থাৎ আর্মি স্টেডিয়ামের ভাড়া নেবে না সেনাবাহিনী। এবার জানা গেল, এই কনসার্টটির আয়োজনের দিনে (২১ ডিসেম্বর) যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বনানী, আর্মি গলফ ক্লাব, এয়ারপোর্ট, কুড়িল বিশ্বরোড- এই চারটি প্রবেশপথে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন টোল ফ্রি প্রবেশ করতে পারবে। তবে মোটরসাইকেল এই সুবিধার আওতাভুক্ত থাকবে না।
শুধু তাই নয়, এদিন যানজট নিরসনে ও জনদুর্ভোগের কথা চিন্তা করে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী জাহাঙ্গীরগেট এবং জিয়া কলোনির গেটও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় গেট দিয়ে শুধুমাত্র রোগীবাহী অ্যাম্বুলেন্স, রোগীবাহী গাড়ি, বিদেশগামী যাত্রী এবং জরুরি প্রয়োজনে যাতায়াত করা যাবে।
জানা গেছে, কনসার্টের দিন ট্র্যাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে স্টাফরোড রেলগেট থেকে নেভি হেড কোয়ার্টার্স পর্যন্ত উত্তরা থেকে মহাখালী অভিমুখী রাস্তাটি বন্ধ থাকবে। তবে বিপরীতমুখী রাস্তা খোলা থাকবে। উল্লিখিত সময়ে যানজটের দুর্ভোগ এড়াতে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে।
এ কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু করেছেন আয়োজকরা। এ আয়োজন থেকে হওয়া আয় সব শহিদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যালমূলক সংস্থা ‘জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন’ এ প্রদান করা হবে। আর ২০২৪ এর জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকার জন্য তাদের প্রতি সম্মান জানিয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রথম প্রহর থেকে কনসার্টের টিকিটে শিক্ষার্থীদের জন্য ১৬ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা করেছেন আয়োজকরা।
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পৃথক তিন ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে কনসার্টটির। প্রথমত, ‘ভিআইপি’, এই ক্যাটাগরির টিকিটের মূল্য ১০ হাজার টাকা। ভিআইপি ক্যাটাগরির দর্শকরা মঞ্চের সামনে থেকে উপভোগ করতে পারবেন অনুষ্ঠান। এ ক্যাটাগরিতে ১৬ ডিসেম্বর ‘বিজয় দিবস’ উপলক্ষে শিক্ষার্থীরা ১৬ শতাংশ ডিসকাউন্টে ছাড়সহ ৮ হাজার ৪০০ টাকায় টিকিট ক্রয় করতে পারবেন।
দ্বিতীয়ত, ‘ফ্রন্ট রো’ ক্যাটাগরি টিকিটের মূল্য ৪ হাজার ৫০০ টাকা। এ ক্যাটাগরির দর্শকরা সামনের সারি থেকে উপভোগ করতে পারবেন কনসার্টটি। এখানে গণঅভ্যুত্থানের বছর ‘২০২৪ সাল’ উপলক্ষে ২৪ শতাংশ ডিসকাউন্টে ছাড়সহ ৩ হাজার ৪২০ টাকায় টিকিট সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
এছাড়া তৃতীয়ত, ‘জেনারেল’ ক্যাটাগরির টিকিটের মূল্য ২ হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রে দর্শকরা পেছনের সারি থেকে উপভোগ করতে পারবেন কনসার্টটি। এখানে ‘৩৬ জুলাই’ স্মরণে ৩৬ শতাংশ ডিসকাউন্টে ছাড়সহ ১ হাজার ৬০০ টাকায় টিকিট ক্রয় করতে পারবেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, ‘ইকোস অব রেভোল্যুশন’ কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফতেহ আলী খান মূল আকর্ষণ হিসেবে তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এছাড়া, জনপ্রিয় দেশী ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা পারফর্ম করবেন। এর বাইরে, জনপ্রিয় র্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও দর্শক মাতাবে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।
এ ইউ/
Discussion about this post