স্পেনে সড়ক দুর্ঘটনায় মেহেদী হাসান নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) রাতে মাদ্রিদের মিগেল ফেন্রান্দেজে ফ্রুতেরিয়ার দোকানে কাজ শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি।
পরে তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় রোববার (১২ মে) ভোর ৫টায় মৃত্যু হয় তার। তার বাড়ি ঢাকার কেরানীগঞ্জে।
নিহতের চাচা মুক্তার হোসেন জানান, প্রতিদিনের মতো ভাতিজা মেহেদী হাসান দোকান বন্ধ করে বাসায় যাচ্ছিল। তখন রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা গাড়ি তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা হাসপাতালে নিলে সেখানে মারা যায় সে।
ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সম্পাদক এইচ এম মাসুদুর রহমান জানান, নিহতের মরদেহ মাদ্রিদের প্লাজা কাস্তিয়ায় সরকারি পর্যবেক্ষণ চলছে। মরদেহ দেশে প্রেরণ ও আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা চলছে।
এ এস/
Discussion about this post