বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাতে রাঙ্গামাটির সদর ও বাঘাইছড়িতে দুজনের মৃত্যু হয়েছে। সদরের সিলেটিপাড়া ও বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকায় বৃহস্পতিবার (২ মে) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার বাহার জান (৬০) ও সিলেটিপাড়া এলাকার বাসিন্দা মো. নজির আহমেদ (৫০)।
আরও পড়ুনঃ এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশ
এ তথ্য নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আকতার। তিনি জানান, বাড়ি থেকে বের করে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই বাহারের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ দিকে সদরের সিলেটিপাড়া কাজ করার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে ঢলে পড়েন মো. নজির আহমেদ। তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেলারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করা হয় বলে জানান আবাসিক চিকৎসক ডা. শওকত আকবর।
এ এ/
Discussion about this post