চট্টগ্রাম নগরীতে স্বামী-স্ত্রী পরিচয়ে এক যুবকের সঙ্গে আবাসিক হোটেলে ওঠার পরদিন কক্ষ থেকে লিপি আক্তার (২৩) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ অক্টোবর) নগরের বহদ্দারহাট এলাকার হোটেল গুলজারে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মোমিনুল হাসান। তিনি জানান, ওই নারীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
হোটেল সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ১০টায় নিহত নারী নিজেকে লিপি পরিচয়ে ফরহাদ (২৫) নামের এক যুবকের সঙ্গে হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। পরদিন রোববার দুপুরে হোটেল কর্তৃপক্ষ কক্ষ তদারকি করতে গিয়ে দরজা বাইরে থেকে বন্ধ করা দেখে চান্দগাঁও থানা-পুলিশকে এ বিষয় জানায়।
এসআই মোমিনুল হাসান বলেন, ঘটনাস্থলে গিয়ে লিপির হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো মরদেহ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ওই নারীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। ওই নারীর সঙ্গে হোটেলটিতে ওঠা ফরহাদ নামের যুবককে ধরতে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে।
হোটেলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, শনিবার রাত ৩টায় ফরহাদ হোটেলের ভাড়া নেয়া হোটেল কক্ষের বাইরে পায়চারি করছিলেন। পরে হোটেলের ছাঁদে উঠে সেখান থেকে কৌশলে পালিয়ে যান।
এ ইউ/
Discussion about this post