স্বেচ্ছাসেবকদের অবদানকে স্বীকৃতি প্রদান করতে এবং উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ অব্যাহত রাখার ব্যাপারে তাদের উৎসাহ প্রদান করতে গুড নেইবারস মিরপুর ও গুলশান প্রকল্পের উদ্যোগে ‘আরবান ভলান্টিয়ার সেমিনার’ আয়োজন করা হয়। মঙ্গলবার ( ১৯ ডিসেম্বর) ঢাকার আগারগাওঁ মুক্তিযুদ্ধ জাদুঘরে এই সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে গুড নেইবারস মিরপুর ও গুলশান প্রকল্পের ২৫০ জন স্বেচ্ছাসেবীসহ অপরাজেয় বাংলা, এক রঙ্গা এক ঘুড়ি এবং স্বর্ণকিশোরী ফাউন্ডেশন থেকে স্বেচ্ছাসেবী প্রতিনিধি, বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ ও মিডিয়া প্রতিনিধিগণসহ মোট ২৯০ জন অংশগ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম. মাইনউদ্দিন মইনুল। অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুহা. ফয়জুল্লাহ তালুকদার, প্রোগ্রাম হেড, সিসিডিবি, মোঃ আব্দুল কাইয়ুম, হেড অফ কমিউনিকেশন্স, ইউএনডিপি বাংলাদেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগের অধ্যাপক ডাঃ মোহাম্মদ রিয়াজুল হক।
অনুষ্ঠানের শুরুতে কান্ট্রি ডিরেক্টর এম. মাইনুদ্দীন মইনুল তাঁর বক্তব্য দিয়ে সূচনা করেন। তিনি স্বেচ্ছাসেবকের অবদানের জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে কাজের এই ধারা অব্যাহত রাখার অনুরোধ জানান। পরবর্তীতে বিগত এক বছরে গুড নেইবারস বাংলাদেশের সেচ্ছাসেবকরা কমিউনিটির উন্নয়নে কিভাবে সাহায্য করেছে এবং ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা রয়েছে সে বিষয়ে স্বেচ্ছাসেবীগণ ভিডিও ও তথ্যচিত্র উপস্থাপন করেন।
পরবর্তীতে ডাঃ মোহাম্মদ রিয়াজুল হক, সিসিডিবির প্রোগ্রাম হেড মুহা. ফয়জুল্লাহ তালুকদার, এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অফ কমিউনিকেশন্স মোঃ আব্দুল কাইয়ুম, জাতি গঠনে স্বেচ্ছাসেবকের ভূমিকা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় যুবকদের কর্তব্য ও সফল ক্যারিয়ার গঠনের কৌশল নিয়ে সেশন পরিচালনা করেন। সেশন শেষে প্রশ্নোত্তর পর্বে সবাই তাদের ধারণা ও পরামর্শ তুলে ধরেন।
সবশেষে গুলশান এফডিপির ভলান্টিয়ার বিথী মজুমদার একজন সেচ্ছাসেবক হিসেবে তার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও মিরপুর এফডিপি ও ন্যাচার ও পিস ক্লাব এর প্রেসিডেন্ট জেরিন আক্তার জাফরিন ভলান্টিয়ার হিসেবে তার সফলতা বিষয়ক বক্তব্য উপস্থাপন করেন। উল্লেখ্য যে গুড নেইবারস বাংলাদেশ দীর্ঘদিন ধরে যুব উন্নয়নে কাজ করে আসছে এবং সারা দেশে সংস্থাটির প্রায় ২০০০ স্বেচ্ছাসেবক রয়েছেন যারা বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে অবদান রাখছেন।
Discussion about this post