সিলেটে মনজুর আহমদ (২৫) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি সিলেট মহানগর ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ সময় তাদের দলীয় কর্মী রুমেল আহমদকে কুপিয়েছে একদল দুর্বৃত্ত।
রোববার (৮ সেপ্টেম্বর) রাতে বনকলাপাড়ার একটি গলিতে এ হামলার ঘটনা ঘটে। এলাকার ভেতরেই তাদের বাসা থেকে সামান্য দূরে একটি দোকানের সামনে হামলা হয়। এতে গুরুতর আহত মনজুর আহমদকে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকায় পাঠানো হলে সোমবার (৯ সেপ্টেম্বর) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মনজুর আহমদ বনকলাপাড়া লাল-সবুজ আবাসিক এলাকার মোতাহার মিয়ার ছেলে। আহত রুমেল আহমদ একই এলাকায় বাসিন্দা। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বনকলাপাড়া এলাকার বাসিন্দারা জানান, মনজুরের হাত ও পায়ের রগ কেটে ফেলা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেন পরিবারের সদস্যরা।
ঘটনার পর রুমেল আহমদ দাবি করেন, গত সিটি নির্বাচনের সময়ের বিরোধের জেরে ছাত্রশিবিরের কিছু নেতাকর্মী তাদের ওপর হামলা করেছেন। তবে হামলাকারীদের নাম নিশ্চিত করতে পারেননি তিনি।
সিলেটের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, হামলার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি।
এ ইউ/
Discussion about this post