স্মার্টফোন বিক্রিতে স্যামসাংকে পেছনে ফেলে শীর্ষে উঠে গেছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপল। ২০২৩ সালে সবচেয়ে বেশি স্মার্টফোন বাজারজাত করা প্রতিষ্ঠান হিসেবে স্যামসাংকে পেছনে ফেলেছে অ্যাপল। এ তালিকায় তিনে রয়েছে শাওমি।
বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, ২০২৩ সালে সারা বিশ্বে ২৩ কোটি ৪৬ লাখ স্মার্টফোন বিক্রি করেছে অ্যাপল। অপরদিকে, স্যামসাং বিক্রি করেছে ২২ কোটি ৬৬ লাখ স্মার্টফোন।
আইডিসির তথ্যমতে, গত বছর স্মার্টফোন বিক্রি আগের বছরের তুলনায় ৩.২% কমেছে। কিন্তু উন্নয়নশীল বিভিন্ন দেশে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের তুলনায় আইফোনের চাহিদা বেড়েছে। ফলে আইফোনের বিক্রি বেশি হওয়ায় বর্তমানে বিশ্বের স্মার্টফোন বাজারের ২০.১% রয়েছে অ্যাপলের দখলে। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের দখলে রয়েছে ১৯.৪% বাজার।
এফএস/
Discussion about this post