আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে: মালয়েশিয়ায় এক প্রবাসী বাংলাদেশির পরিচয় সনাক্তকরণে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাইকমিশন।বুধবার ( ২৮ আগস্ট) হাইকমিশনের ফেসবুক পেজে অপলোড করা বিজ্ঞতিতে, মালয়েশিয়ায় বসবাসরত সকল সম্মানিত প্রবাসী বাংলাদেশি নাগরিকের অবগতি ও সহায়তা জানিয়ে বলা হয়, আনুমানিক ৬০ বছর বয়সী একজন বাংলাদেশী নাগরিক স্ট্রোক করার পর তার স্মৃতিশক্তি হারিয়ে জানুয়ারি ২০২৪ হতে জোহর হাসপাতাল তানকাক-এ চিকিৎসাধীন আছেন।
তিনি গত ২০২৩ সালের নভেম্বরে জহুরবারুর কোন স্থানে স্ট্রোক করে পড়ে থাকাবস্থায় কে বা কারা তাকে জহুরবারু হাসপাতালে নিয়ে যায় এবং পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে হাসপাতাল তানকাকে স্থানান্তর করে। বর্তমানে তার স্মৃতিশক্তি নেই, কোন কিছু লিখতে বা ভাব প্রকাশ করতে পারছে না।
সম্প্রতি বিষয়টি হাইকমিশনার মো: শামীম আহসানের নজরে আসলে হাইকমিশনার হাসপাতালে প্রতিনিধি পাঠিয়ে তার সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন। চিকিৎসাধীন ব্যক্তির স্মৃতিশক্তি না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ এর নিকট তার নাম, ঠিকানা, পাসপোর্ট, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র বা কোন তথ্যই না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ বর্ণিত ব্যক্তিকে সনাক্তের জন্য বাংলাদেশ হাইকমিশনকে অনুরোধ জানিয়েছে।
বাংলাদেশ হাইকমিশন সম্ভাব্য সকল উপায়ে তাকে সনাক্তের চেষ্টা করে কোন তথ্য উদঘাটন করতে না পারায় মালয়েশিয়ায় বসবাসরত সকল নাগরিকের নিকট অনুরোধ জানিয়েছে। যদি কোনো প্রবাসী তার ছবি দেখে কোন তথ্য প্রদান বা সনাক্ত করতে পারেন তাহলে তা বাংলাদেশ হাইকমিশনে সরাসরি বা ই-মেইল: [email protected] এ যোগযোগ করতে বলা হয়েছে।
টিবি
Discussion about this post