হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (৩ মার্চ) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, “সোহরাওয়ার্দী উদ্যানে বই মেলায় বইয়ের মোড়ক উন্মোচন অংশ নিতে গিয়ে মির্জা ফখরুল ধুলাবালি কারণে অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন।”
শায়রুল কবির খান আরও জানান, তিনি আজ হাসপাতালে চিকিৎসাধীন মির্জা ফখরুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন বিএনপির মহাসচিব।
চিকিৎসক ও মহাসচিবের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও হাসপাতালে দেখতে যাবার জন্য কেউ যেন অযথা ভিড় না করে সেই অনুরোধ জানানো হয়েছে।
এম এইচ/
Discussion about this post