জেলায় প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠনো এক বিজ্ঞপ্তিতে বিজিবির ৫৫ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের জগদীশপুর এলাকায় বালু ভর্তি ট্রাক আটক করে তল্লাশি চালিয়ে ১৯০০ পিস শাড়ি, ২০হাজার ৭৪১ মিটার বিভিন্ন প্রকার থান কাপড় এবং ১০ হাজার ৮৮২ পিস ক্লোপ-জি ক্রীম আটক করে।
আটককৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী ।
সূত্রঃ বিএসএস
এস/এইচ
Discussion about this post