আপিল বিভাগের মতো হাইকোর্টেও সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রোববার (১১ আগস্ট) হাইকোর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
বিচার বিভাগে কোনো সিন্ডিকেট থাকবে না জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, আপিল বিভাগের মতো হাইকোর্টেও সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, মানুষের আস্থার জায়গায় এনে সুপ্রিম কোর্টকে দ্রুত খোলার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে।
দেশের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে অনিয়ম-অনাচারের বিরুদ্ধে। আশা করি এই বিচারব্যবস্থা মানুষের প্রত্যাশা পূরণ করবে।’প্রধান বিচারপতির বিষয়ে তিনি বলেন, ‘প্রধান বিচারপতিকে নিয়ে কোনো বিতর্ক নেই। উনি ২১ বছর ধরে ক্লিন ইমেজ ধরে রেখেছেন।’
শেখ হাসিনা সরকারের পতনের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘রাজনীতিবিদরা স্বৈরাচারকে সরাতে পারেনি, ছাত্ররা তথা ইয়াং জেনারেশন তা করেছে।
এম/এইচ
Discussion about this post