রাজধানীর হাতিরঝিলে ফের ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের একটি লাশ পাওয়া গেছে। শনিবার (২০ এপ্রিল) সকাল ৯টায় প্রত্যক্ষদর্শীদের থেকে খবর পেয়ে লাশটি উদ্ধারে তৎপর হয় পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে ব্রিজ ধরে যাওয়ার পথে লাশটি ভাসতে দেখেন তারা। ৯৯৯-এ ফোন করলে হাতিরঝিল থানা ও বাড্ডা থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এখন পর্যন্ত মরদেহের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আওলাদ হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করছে। যদিও হাতিরঝিল থানা এরিয়ার মধ্যে এ লাশের অবস্থান নয়।
এর আগে ১৫ এপ্রিল হাতিরঝিল থেকে ভাসমান অবস্থায় ফয়েজ কাদের চৌধুরী (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
আরও পড়ুন শিল্পী সমিতির নির্বাচনে জয়ী মিশা-ডিপজল
এম এম
Discussion about this post