বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরব ভুমিকায় ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। দেশের যেকোনো বিপদজনক পরিস্থিতিতে এই গায়ক বলিষ্ঠ কণ্ঠে কথা বলেন। বর্তমানে দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে বলে ফেসবুকে পোস্ট দিয়েছেন এই গায়ক।
ফেনীর পরশুরাম ও ফুলগাজীতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ ছাড়া গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাত থেকে নতুন করে ছাগলনাইয়া উপজেলার অনেক এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার হাজারো মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।
ভারী বর্ষণ ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি বিপৎসীমার অনেক ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে বন্যা পরিস্থিতির অবনতি ঘটিয়েছে।
এই অবস্থায় হাতে হাত রেখে বন্যা মোকাবেলার আহ্বান জানিয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। ফেসবুকে একটি পোস্ট দিয়ে তিনি লিখেছেন, বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করব, ইনশাআল্লাহ।
আসিফের এই পোস্টে এখন পর্যন্ত ৫১ হাজারের বেশি লাইক পড়েছে। আড়াই হাজারের বেশি কমেন্ট ও প্রায় এক হাজারের কাছাকাছি শেয়ার পড়েছে। ভক্ত-অনুরাগীরা আসিফের এই পোস্টে নানান মন্তব্য করেছেন।
আসিফের পোস্টের মন্তব্যের বক্সে মাহমুদ হাসান নামে এক অনুরাগী লিখেছেন, ‘আল্লাহ তাআলা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে হেফাজত করুন। আমাদের উচিত যে সকল ভাইদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়েছে তাদের সাহায্য করা। তাদের খোঁজখবর নেওয়া ও খাবারদাবার পৌঁছে দেওয়া।’
মাদিহা তিশা নামে আরেকজন অনুরাগী লেখেন, ‘কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সিলেটসহ অনেক জায়গায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। সারাদেশের প্রতিটি মহল্লা থেকে টিম গঠন করে করে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।’
গায়কের পোস্টের সাড়া দিয়েছেন নেটিজেনদের অনেকে। তারা যার যার অবস্থান থেকে বন্যা মোকাবেলার কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
এ ইউ/
Discussion about this post