প্রশ্ন: হারাম কাজের শুরুতে বিসমিল্লাহ, হারাম কাজ সম্পাদনের পর আলহামদুলিল্লাহ, হারাম কাজ/বস্তু দেখে উচ্ছ্বসিত হয়ে মাশাআল্লাহ এবং হারাম কাজ সম্পাদন করার ইচ্ছা পোষণ করে ইনশাআল্লাহ বলা কতটুকু শরীয়ত সম্মত?
উত্তর: প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বা ‘আল্লাহর জিকির ও স্মরণ’ জরুরি। কাজের শুরুতে বিসমিল্লাহ বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নতও বটে।
এছাড়া কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’ বলা ইসলামি সভ্যতা ও সংস্কৃতির অংশ। ‘বিসমিল্লাহ’র মাধ্যমে আল্লাহ তায়ালার প্রতি আনুগত্য প্রকাশ পায়। এর মাধ্যমে সুন্দরভাবে কাজ শেষ হয় এবং আমলনামায় সওয়াব লেখা হয়।
তবে যেকোনো ভালো বা হালাল কাজ ‘বিসমিল্লাহ’ বলে শুরু করা মানে আল্লাহর নাম নিয়ে কোনো কিছু শুরু করা। এতে আল্লাহ ওই কাজে রহমত ও বরকত দান করেন।
হারাম কাজের শুরুতে ‘বিসমিল্লাহ’, হারাম কাজ সম্পাদনের পর ‘আলহামদুলিল্লাহ’ বলা সুন্নতের সঙ্গে প্রহসন ও সুন্নত অবমাননা।
যদি কোন লোক সত্যিই সুন্নতের সঙ্গে প্রহসন ও বিদ্রুপ করে এমন বলে থাকে, তাহলে নিশ্চিতরূপে এটি কুফরি।
আর যদি বিদ্রুপ ও ঠাট্টাচ্ছলে নয়, এমনিতেই বলেছে, তাতেও এটি মারাত্মক কবীরাহ গুনাহ। উভয় অবস্থায় লোকটি খাঁটি দিলে তওবা করতেই হবে।
এই ধরনের কাজে কারণে বেখেয়ালেও ঈমানহারা হওয়ার সম্ভাবনা আছে (আল্লাহ তাআলা মাফ করুক)।
এস এইচ/
Discussion about this post