স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা এখনও ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) ফেনীতে বন্যাদুর্গদের মাঝে ত্রাণ সহায়তা দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
জাহিদ হোসেন বলেন, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব এলাকায় যে বন্যা হয়েছে সেটিও ষড়যন্ত্রেরই অংশ। কারণ শেখ হাসিনার ঘনিষ্ট মিত্র ভারত বাংলাদেশকে না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় নোয়াখালী, ফেনী, কুমিল্লাসহ বাংলাদেশের দক্ষিণপূর্ব জেলাগুলো পানিতে ডুবে গেছে।তিনি আরও বলেন, ভয়াবহ এই বন্যায় মানুষের ঘর-বাড়ি, গরু-ছাগল পানিতে ভেসে গেছে। শিশুসহ অসংখ্য মানুষ বন্যার পানিতে ডুবে মারা গেছে।
বিএনপির এই নেতা বলেন, চক্রটি এখন গার্মেন্টস সেক্টরকে অশান্ত করার চেষ্টা করছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী ও সাধারণ রাজীব আহসান, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিনসহ অনেকেই উপস্থিত ছিলেন।
এস এম/
Discussion about this post