হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার জেরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়েছে। একই সঙ্গে দেশটির প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন বিমানবন্দরে সব বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।
ইসরায়েলের তেল আবিব শহরতলির নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা করেছে হিজবুল্লাহ। এর ফলে সেখানে বড় ধরনের বিস্ফোরণ হয়।
নিরিট এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার পরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি জানায়, তারা তেল আবিবের শহরতলির সামরিক গোয়েন্দা ইউনিট ৮২০০-এর গ্লিলট ঘাঁটিতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে তাদের হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়নি বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
লেবাননের হাসবাইয়া এলাকা থেকে আলজাজিরার সাংবাদিক ইমরান খান জানান, তার পেছনের ব্রিজ লাইন থেকে ইসরায়েলের তেল আবিব ও হাইফাতে রকেটের একটি ব্যারেজ ছোড়া হয়েছে। এই প্রথম হিজবুল্লাহ মাঝারি পাল্লার রকেট ব্যবহার করল। ইরানপন্থী প্রতিরোধ যোদ্ধাদের হামলার পরপরই তেল আবিবে সাইরেন বেজে উঠে এবং ইসরায়েলি সামরিক বাহিনী জরুরি অবস্থা ঘোষণা করে।
তিনি আরও জানান, হাইফা ও তেল আবিবের দিকে প্রায় ১২টি মাঝারি পাল্লার রকেট ছোড়া হয়েছে। এত কিছুর পরও যে ইসরায়েলে হামলার সক্ষমতা হিজবুল্লাহর রয়েছে, এই হামলার মাধ্যমে তারই জানান দিলো শিয়া সশস্ত্র গোষ্ঠীটি।
সূত্রঃ আল জাজিরা
এ ইউ/
Discussion about this post