১৯৪৫ সালের ৬ আগস্ট জাপানের হিরোশিমা শহরে ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করে যুক্তরাষ্ট্র। সেই ভয়াল হিরোশিমা দিবসের ৭৯তম বার্ষিকী। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাপান।
আনুমানিক ৩৯ শতাংশ জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে যায় ওই বোমার আঘাতে। তখন হিরোশিমা শহরে বেশিরভাগই বেসামরিক ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা পরিচালিত ম্যানহাটন প্রকল্প দুটি পারমাণবিক বোমা তৈরি করেছিল যেখানে ‘দ্য লিটল বয়’ নামে প্রথমটি ৬ আগস্ট হিরোশিমা শহরে ফেলে দেওয়া হয়েছিল।
যে মুহূর্তে আমেরিকান ‘বি-২৯’ বোমারু বিমানটি হিরোশিমা শহরের উপর ফেলেছিল, তখন শহরটিতে আনুমানিক ৯০ থেকে ১ লাখ ৪০ হাজারমানুষ তাত্ক্ষণিকভাবে নিহত হয়েছিল।
এম/এইচ
Discussion about this post