আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম, যিনি হিরো আলম নামে পরিচিত, সম্প্রতি তাঁর দ্বিতীয় স্ত্রী রিয়ামনিকে তালাক দিয়েছেন। তালাকের রেশ কাটতে না কাটতেই রিয়ামনি এবার হিরো আলমের ‘পঞ্চম স্ত্রী’কে প্রকাশ্যে আনার ঘোষণা দিয়েছেন।
রোববার (২৭ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে রিয়ামনি জানান, আজ রাতেই সংবাদ সম্মেলনের মাধ্যমে হিরো আলমের পঞ্চম স্ত্রীর পরিচয় প্রকাশ করা হবে।
রিয়ামনি জানান, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে রাত ৮টায় রাজধানীর রামপুরায় বেটার লাইফ হাসপাতালের পাশে উঠান রেস্টুরেন্টের ছাদে। সাংবাদিকদের সেখানে উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।
এর আগে দুই সপ্তাহ আগে হিরো আলম নিজে এক সংবাদ সম্মেলনে কোরআন হাতে নিয়ে দাবি করেছিলেন, তাঁর জীবনে নারীঘটিত কোনো অনৈতিক ঘটনা নেই। তিনি জানান, ২০১০ সালে প্রথম স্ত্রী সাদিয়া বেগম সুমিকে বিয়ে করেছিলেন এবং পরে ভালোবেসে দ্বিতীয়বার রিয়ামনির সঙ্গে সংসার শুরু করেন।
উল্লেখ্য, হিরো আলমের সঙ্গে রিয়ামনির সম্পর্কের টানাপোড়েন শুরু হয় তাঁর বাবার মৃত্যুশয্যায় পাশে না থাকার ঘটনা থেকে। এরই জেরে তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত হিরো আলম রিয়ামনিকে তালাক দেন।
এস এইচ/
Discussion about this post