সাগর পথে আসছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের জন্য অস্ত্র। এমন খবর পেয়ে তাদের রুখতে প্রস্তুতি নেয় মার্কিন নৌবাহিনী। আর তখন সাগরে পড়ে নিখোঁজ হয়েছেন দুই সেনা। শনিবার (১৩ জানুয়ারি) সিবিএস নিউজের এক প্রতিবেদেন এ তথ্য জানানো হয়েছে।
মার্কিন তিন কর্মকর্তা জানিয়েছেন, সোমালিয়া উপকূলে মার্কিন নেভি সিলের কমান্ডোর ফোর্সের দুই সেনা নিখোঁজ হয়েছেন। তারা সন্দেহভাজন একটি জাহাজে অভিযানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ওই চালানে ইয়েমেনের হুতিদের জন্য অস্ত্র পাঠানো হচ্ছিল বলে দাবি তাদের।
গত বৃহস্পতিবার তারা সমুদ্রের উত্তাল ঢেউয়ে হারিয়ে যান। তাদের এখনো খোঁজ মেলেনি। সেনাদের উদ্ধারে অভিযান চলমান রয়েছে। তাদের নিখোঁজের তিন দিন পর জানা গেছে যে, তারা অস্ত্রের চালান জব্দ করতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।
কর্মকর্তারা জানিয়েছেন, এডেন উপসাগরে অস্ত্রের চালানবাহী জাহাজটিতে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় সিঁড়ি থেকে পা ফসকে পড়ে যান এক নৌ সেনা। আর তখনই তাকে বাঁচাতে সমুদ্রে ঝাঁপ দেন আরেকজন।
মার্কিন নৌবাহিনীর সিলের কমান্ডো প্রটোকল অনুসারে কোনো সেনা পানিতে পড়ে গেলে তাকে উদ্ধারের জন্য অপর আরেক সেনা লাফ দেন। সেই নিয়মানুসারে একজন পড়ে যাওয়ায় অপরজন লাফ দেন। এরপর দুজনই নিখোঁজ হন।
প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে জানানো হয়, ওই দুই মার্কিন নৌ সেনা এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে এডেন উপসাগরে অভিযান অব্যাহত রয়েছে।
এ জেড কে/
Discussion about this post