১২ বছরের শিশু তাসনিয়া জাহান তনয়া অ্যাপেন্ডিসাইটিস অস্ত্রোপচারের জন্য হেঁটে অপরাশেন থিয়েটারে ঢোকে। কিন্তু ফিরল লাশ হয়ে। তার মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ। তাদের অভিযোগ, ডাক্তারের ভুল চিকিৎসায় তার মৃত্যু ঘটে।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন বসুন্ধরা আদদ্বীন হাসপাতালে তাসনিয়ার মৃত্যু হয়। এ ঘটনার পর হাসপাতালের চার চিকিৎসককে আটকের কথা জানিয়েছে পুলিশ।
তাসনিয়ার বাবা মনিরুজ্জামান জানান, তার মেয়ে সোনারগাঁ উদয়ন আদর্শ বিদ্যানিকেতন স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়তো। মেয়ের পেটে ব্যথা অনুভব হলে সোমবার সোনারগাঁ থেকে আদ-দ্বীন হাসপাতালে নিয়ে আসেন তারা। অ্যাপেনডিসাইটিসের কথা জানান ডাক্তার। তার অপারেশন করাতে হবে বলে ভর্তি নেন।
মনিরুজ্জামান আরও জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে অপারেশন থিয়েটারে হেঁটে যায় তাসনিয়া। তবে তার সে যাওয়াই যে শেষ যাওয়া হবে বুঝেননি বাবা। মেয়ের হত্যাকারী চিকিৎসকের বিচার দাবি জানিয়েছেন তিনি।
কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম স্কুলছাত্রীর মৃত্যুর সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার চিকিৎসককে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ এস/
Discussion about this post