দেশের আলোচিত -সমালোচিত অভিনেতা জায়েদ খান। বিভিন্ন সময় নানান রকমের অদ্ভুত সব কারণে সামজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকেন তিনি। এর আগে ডিগবাজি দিয়ে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে এই অভিনেতা।
রবিবার (২৪ মার্চ) বেলা ১২ টার তার ভেরিফায়েড ফেসবুক পেইজে হেলিকপ্টারের সাথে একটি ছবি পোস্ট করেন। পোস্টে লিখেন “ফ্লায়িং টু টাঙ্গাইল”।
অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে হেলিকপ্টারে করে কেনো টাঙ্গাইল যাচ্ছেন জায়েদ খান। অনেক আবার ভাবতে পারে হয়ত কোনো শুটিং বা বিশেষ কোনো কাজে যাচ্ছেন। তবে এসব কিছুই না। হেলিকপ্টার নিয়ে সেলুন উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন তিনি।
তার এই ফেসবুক পোস্টকে ঘিরে নানা রকমের মন্তব্য করছে দর্শকরা। আনিসা তালুকদা নামে একজন কমেন্ট করেছেন, হেলিকপ্টারে ওঠার সময় ডিগবাজি দিয়ে একটা ভিডিও বানালে আমরা একটু দেখতাম। রনি আহম্মেদ লিখেন, একটি ডিগবাজি দিয়ে রওনা দিলে ভালো হবে । লাবনী নামের আরেক জন লিখেছেন, নতুন ভার্সনের ডিগবাজি দেখতে চাই ।
প্রসঙ্গত, জায়েদ খান ২০০৬ সালে ভালবাসা ভালবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেন মহম্মদ হান্নান, যেখানে তার সঙ্গে অভিনয় করেন রিয়াজ ও শাবনূর। পরের বছর মনতাজুর রহমান আকবরের কাজের মানুষ ও মোস্তাফিজুর রহমান মানিকের মন ছুঁয়েছে মন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১০ সালে মুক্তি পায় তার অভিনীত এফ আই মানিক পরিচালিত আমার স্বপ্ন আমার সংসার এবং মনতাজুর রহমান আকবর পরিচালিত মায়ের চোখ ও রিকশাওয়ালার ছেলে। ২০১২ সালে জায়েদ খান শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে আত্মগোপন চলচ্চিত্রে অভিনয় করেন, যা পরিচালনা করেন এম এম সরকার।
টিবি
Discussion about this post