পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জন নিহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রের বরাতে শনিবার (২৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে, একটি বেসরকারি কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়।
সূত্র আরও জানিয়েছে, এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে রুশ পাইলটসহ মোট ১৪ আরোহী ছিলেন। আহত আটজনকে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একটি সূত্র আরও জানিয়েছে, ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।
উল্লেখ্য, পাকিস্তানের সশস্ত্র বাহিনী এবং বেসামরিক বিমান চলাচল সেক্টর গত এক দশকে বেশ কয়েকটি বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। ২০২২ সালে খাইবার পাখতুনখোয়ায় প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুজন পাইলট নিহত হন।
সুত্রঃ রয়টার্স
এম এইচ/
Discussion about this post