দেশের বিভিন্ন জেলা সফরে আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। এর মধ্যে অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ আছেন চট্টগ্রাম বিভাগে। এরই মধ্যে বিভাগের বিভিন্ন জেলায় সমাবেশ করেছেন তিনি।
তবে কক্সবাজারের হোটেল-মোটেল জোনের একটি হোটেল থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর মুঠোফোন চুরি করা হয়েছে বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানিয়েছে, কক্সবাজারের সিলিটন নামের একটি আবাসিক হোটেলে বিশ্রাম নিচ্ছিলেন হাসনাত আব্দুল্লাহ। হোটেলের একটি কক্ষ থেকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে তার মোবাইল ফোনটি চুরি হয়।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি জানান, দুপুরের দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে।
পুলিশ তার ফোন উদ্ধারে চেষ্টা চালাচ্ছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) পেকুয়া-চকরিয়ায় শহীদদের পরিবারের সঙ্গে দেখা করতে যান হাসনাত। সেখান থেকে বৃহস্পতিবার ছাত্র-জনতার আলোচনাসভায় যোগ দিতে কক্সবাজার শহরে আসেন।
এস/এইচ
Discussion about this post