হোয়াইট হাউসের সামনের গেটে সংঘর্ষের ঘটনায় এক গাড়ি চালককে আটক করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) ওই ব্যক্তিকে আটক করা হয়। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি বাইরের ফটকে গাড়ি তুলে দিয়েছেন।
মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্স পোস্টে বলেছেন, গতকাল সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেয়া হয়। তারা ঘটনাটি তদন্ত করছেন।
এদিকে ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শহরের বাইরে ছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক ছিল, সে সম্পর্কে কিছু বলেননি নিরাপত্তা কর্মকর্তারা। ঘটনাস্থল থেকে পরে গাড়িটিকে সরিয়ে নেয় ওয়াশিংটন পুলিশ।
এ এস/
Discussion about this post