দশম গ্রেডে বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সমাবেশ করছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে শহীদ মিনারে এ সমাবেশ শুরু হয়। যা এখনও চলমান।
স্লোগানে স্লোগানে উত্তাল কেন্দ্রীয় শহীদ মিনার। শিক্ষকরা ‘এক দফা, এক দাবি, শিক্ষকদের ১০ম গ্রেড’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষক সমাজ জেগেছে’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ বলে স্লোগান দিচ্ছেন।
এ সময় সুনামগঞ্জ থেকে আসা বড়ুইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফরহাদ হোসেনের সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।
তিনি বলেন, আমরা শিক্ষক সমাজ। আমরা কেন তৃতীয় শ্রেণিতে থাকব? আমাদের দ্বিতীয় শ্রেণি দিতে হবে।
ফরহাদ হোসেন আরও বলেন, শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে রেখে দেশ গড়া সম্ভব না।
এর আগে, আজ ভোর থেকেই সারাদেশ থেকে শিক্ষকরা এসে শহীদ মিনারে জড়ো হন।
এস এইচ/
Discussion about this post