বাংলাদেশ সচিবালয় প্রশাসনিক কর্মকর্তা অ্যাসোসিয়েশন ১০ দফা দাবি নিয়ে অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদারের কাছে উত্থাপন করেছে। রবিবার (১৮ আগস্ট) সচিবালয়ে অর্থসচিবের সঙ্গে সাক্ষাৎ করে নিজেদের দাবিগুলো তুলে ধরেন সংগঠনটির কর্মকর্তারা।
এ সময় অর্থসচিব তাদের দাবিগুলো ধৈর্যসহকারে শোনেন এবং কিছু দাবি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, কিছু দাবি অচিরেই বাস্তবায়ন হবে। বিশেষ করে ৯ম পে-স্কেল বাস্তবায়নের বিষয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করে অতি শিগগিরই কার্যক্রম শুরু করবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহকারী সচিব, সিনিয়র সহকারী সচিব, উপ-সচিব, প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তা অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা অর্থসচিবের কার্যালয়ে যান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন— নাজমুল হক, আ: মোতালেব, মো. হান্নান সরদার, মোহা. সালাহউদ্দীন, গাজীউর রহমান, মো. জসিম, আফছার হোসেন, মাজহারুল হক, আ: হাই হাবিব, মোফাজ্জেল হোসেন, শামীম হোসেন, হাবিবুর রহমান, মো. বুলবুল আহমেদ, জাহেদা খাতুন ও মাহে আলম প্রমুখ।
- দাবিগুলো হলো
- পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা
- সহকারী সচিব পদে চাকরি ৫ বছর পূর্তিতে সিনিয়র সহকারী সচিব পদে, ও সিনিয়র সহকারী সচিব পদে ৩ বছর পূর্তিতে উপসচিব পদে পদোন্নতি
- চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনঃবহাল
- সহকারী সচিব পদে পদোন্নতি পাওয়ার পর ৭৫ শতাংশ টাকার সুবিধা ও পে ফিক্সেশন পূর্বের মতো পুনঃবহাল
- জাতীয় পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন
- প্রশাসনিক কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাদের উপ-সহকারী সচিব পদ নাম দিয়ে ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা পদে উন্নীতকরণ
- পেনশন ১০০ শতাংশ এবং পেনশন গ্র্যাচ্যুইটি ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ
- টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পূর্বের মতো পুনঃবহাল
- বেতন গ্রেড ২০ ভাগের পরিবর্তে ১০ ভাগে নির্ধারণ
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মতো সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারীদের ২০ শতাংশ সচিবালয় ভাতা প্রদান।
টিবি
Discussion about this post