ভোলার লালমোহন উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে আড়াই কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ভোলার লালমোহন উপজেলার পৌরসভা এলাকার উত্তর বাজারে এই ভয়াবহ আগুনে ৬টি দোকান সম্পূর্ণ ও ৪টি দোকান আংশিক পুড়ে গেছে।
আগুনে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, সোমবার গভীর রাতে লালমোহনের উত্তর বাজার এলাকায় আমাদের দোকানে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে তা ছড়িয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আরও বলেন, এই দোকানই আমাদের উপার্জনের শেষ সম্বল। আগুনে পুড়ে সব শেষ, এখন আমরা কী করব।
লালামোহন উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহরাব হোসেন বলেন, গভীর রাতে লালমোহন উত্তর বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের লালমোহন ও চরফ্যাশনের মোট দুইটি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে বৈদুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড হয়েছ বলে তিনি ধারণা করছেন।
তিনি আরো বলেন, বাজারের কোন দোকানে সর্বপ্রথম প্রথমে আগুন লেগে তা বাজারে ছড়িয়েছে সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করা হচ্ছে বলে জানান তিনি।
এস আই/
Discussion about this post