আবারও বাবা হলেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এই বছরের শুরুতে মাস্ক ও শিভন জিলিস দম্পতির তৃতীয় সন্তানের জন্ম হয়। এ নিয়ে মাস্কের মোট সন্তানের সংখ্যা ১২ জন। ইলন মাস্ক বাবা হওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
৫২ বছর বয়সী ইলন মাস্ক পেজ সিক্সকে বলেছেন, এই নতুন সংযোজন কোনওভাবেই গোপন রাখার নয়। তবে তিনি ভেবেছিলেন জন্মের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করা উদ্ভট ব্যাপার হবে। তিনি আরো বলেছিলেন, ‘গোপনে পিতা হয়েছি, এটি মিথ্যা।
শিশুটির নাম বা লিঙ্গ প্রকাশ করা হয়নি। এটি মাস্কের ১২তম সন্তান এবং এই বছরের শুরুর দিকে জন্মগ্রহণ করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
মাস্কের ইতিমধ্যেই ৩৮ বছর বয়সী জিলিসের সঙ্গে আরো দুটি যমজ সন্তান রয়েছে। শিভন জিলিস নিউরালিংকের অপারেশন এবং বিশেষ প্রকল্পগুলোর পরিচালক।
মাস্ক ও শিভন জিলিস দম্পতির ঘরে ২০২১ সালের নভেম্বরে যমজ সন্তান স্ট্রাইডার ও অ্যাজুরের জন্ম হয়। এ ছাড়া প্রথম ও সাবেক স্ত্রী জাস্টিন উইলসনের সঙ্গে ছয়টি সন্তান রয়েছে। এ ছাড়া প্রেমিকা গ্রিমসের (আসল নাম ক্লেয়ার বাউচার) সঙ্গে তিনটি সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
মাস্কের প্রথম সন্তান নেভাডা আলেক্সান্ডারের জন্ম হয়েছিল ২০০২ সালে। তবে ১০ সপ্তাহ বয়সে সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোমে (এসআইডিএস) তার মৃত্যু হয়। তিনি এক্স-এ লিখেছিলেন, ‘আমার প্রথম সন্তান আমার কোলে মারা গেছে। আমি তার শেষ হার্টবিট অনুভব করেছি।’
২০১৮ সালে সংগীতশিল্পী গ্রিমসের সঙ্গে সম্পর্কে জড়ান মাস্ক। ২০২১ সালের মে মাসে তাদের ছেলে এক্স এ-এক্সআইআই জন্মগ্রহণ করেন। এর এক বছর পর সারোগেটের মাধ্যমে তাদের আরো একটি মেয়ে এক্সা ডার্ক সিডারেল মাস্ক-এর জন্ম হয়।
মাস্ক বিশ্বাস করেন, জন্মহার হ্রাস সভ্যতার পতনের দিকে নিয়ে যেতে পারে। ২০২২ সালে তিনি টুইট করে বলেছিলেন, ‘কম জন্মহারের কারণে জনসংখ্যার পতন বিশ্ব উষ্ণায়নের চেয়ে সভ্যতার জন্য অনেক বড় ঝুঁকি।’
তিনি মনে করেন, মানবসভ্যতার ভবিষ্যতের জন্য আরো সন্তান ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উচ্চ আইকিউ আছে এমন ব্যক্তিদের এই সংকট মোকাবেলায় আরো বেশি সন্তান নেওয়া উচিত বলেও মনে করেন তিনি। সূত্র : দ্য ইন্ডিপেন্ডেন্ট।
টিবি
Discussion about this post