ঝিনাইদহের কালীগঞ্জে ১২৩ ফুট উচ্চতার বঙ্গবন্ধু টাওয়ার ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার শমশেরনগর গ্রামের বঙ্গবন্ধু শেখ মুজিব সরকারি মেমোরিয়াল কলেজ চত্বরে বঙ্গবন্ধু টাওয়ারটিতে এই ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর শমসের নগর এলাকায় ১২৩ ফুট উচ্চতার বঙ্গবন্ধু টাওয়ারটি ভাঙচুর শুরু করেন শতাধিক মানুষ। ভাঙচু্বরের পর ওই টাওয়ারে আগুন দেন তারা।
স্থানীয়রা জানান, ‘ছয়তলা বিশিষ্ট এ টাওয়ারের বিভিন্ন ফ্লোরে বঙ্গবন্ধু পরিবারের ২০টি ভাস্কর্য ছিল, যার মধ্যে সর্বোচ্চ স্তরে স্থাপিত ছিল বঙ্গবন্ধুর বৃহৎ ভাস্কর্য।’
কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘শুনেছি বিক্ষুব্ধরা ওই টাওয়ারটি ভেঙে অগ্নিসংযোগ করেছে।’
কলেজটির অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম বলেন, এটিই দেশের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় শেখ মুজিবের ম্যুরাল স্থাপন করা ছিল, যা বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাঙচুর করা হয়েছে। তিনি অভিযোগ করে আরও বলেন, এ সময় ভাঙচুরকারী ছাত্র-জনতা কলেজের তিনটি কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
এ ইউ/
Discussion about this post