নিম্নচাপের রেশ কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে আবারও একটি লঘুচাপ তৈরির আভাস পাওয়া গেছে। এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়টির নাম দেয়া হয়েছে ‘ডানা’। এটি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিলোমিটার গতিতে বাতাসের শক্তি নিয়ে দেশের স্থলভাগে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
শনিবার (১৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক এই পিএইচডি গবেষক। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ভারতের ওড়িশা রাজ্য ও বাংলাদেশের নোয়াখালী জেলার মধ্যবর্তী যেকোনো উপকূলীয় এলাকা দিয়ে সম্ভাব্য ঘূর্ণিঝড় ‘ডানা’ আঘাত হানতে পারে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা ভারতের উড়িষ্যা রাজ্যের উপকূলে আঘাত হানলে এর বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৬০ কিলোমিটার। পাশাপাশি এটি যদি প্রতিবেশী দেশটির পশ্চিমবঙ্গ রাজ্যের উপকূলে আঘাত হানে তবে এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিলোমিটার।
তবে সম্ভাব্য ঘূর্ণিঝড় ডানা যদি বাংলাদেশের খুলনা বিভাগের উপকূলে আঘাত করে তবে এর বাতাসের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। এছাড়া এটি যদি বাংলাদেশের বরিশাল বিভাগের উপকূলে আঘাত করে তবে এর গতিবেগ ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার হতে পারে।
এস এম/
Discussion about this post