অতিরিক্ত পুলিশ সুপার থেকে ১৯ পুলিশ কর্মকর্তাকে পুলিশ সুপার (এসপি) পদে পদোন্নতি দেয়া হয়েছে।বুধবার (১৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়।
পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারদের নামের তালিকা দেখতে নিচের লিংকে ক্লিক করুন। https://mhapsd.gov.bd/sites/default/files/files/mhapsd.portal.gov.bd/divisional_noc/460c553a_5ebe_4f41_b28c_d78a1a73f37e/518.pdf
এস এম/
Discussion about this post