বাংলাদেশি বংশদ্ভূত আমেরিকান পাসপোর্টধারী দুই নাগরিককে এক লাখ ডলারসহ আটক করেছেন বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটির (এভসেক) সদস্যরা । কোনো ধরনের ঘোষণা ছাড়া (অ্যান্ড্রোসমেন্ট) ডলার নেওয়ার চেষ্টা করায় শুক্রবার (২৬ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের আটক করা হয়েছে।
হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আটকৃতরা হলেন মোহাম্মদ রেজাউল করিম ও মোহাম্মদ জসীম উদ্দিন খান।
জানা গেছে, তাদের দুজনের কাতার এয়ারওয়েজের ফ্লাইটে (কিআর- ৬৪১) কাতারের দোহা হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। বোর্ডিংয়ের আগে এভসেকের তল্লাশিতে তাদের সঙ্গে এক লাখ ডলার থাকার বিষয়টি ধরা পড়ে। যাত্রীদের ডলার নেওয়ার বিষয়ে পাসপোর্টে অ্যান্ড্রোসমেন্ট কিংবা অনুমতি ছিল না বলে তাদের আটক করা হয়। আটক দুইজনকে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এভসেক।
এস আর/
Discussion about this post