অনলাইনে দামি জিনিস কিনে ফাঁদে পড়ার ঘটনা নেহাৎ কম নয়।এমনই এক জালিয়াতি স্বীকার হয়েছেন ভারতের যশ ওঝা নামের এক ব্যক্তি।বিখ্যাত অনলাইন সাইট অ্যামাজন থেকে ১৯,৯০০ রুপির (২৬ হাজার টাকা) সনি এক্সবি৯১০এন মডেলের ওয়্যারলেস হেডফোন অর্ডার করেন তিনি। কিন্তু যখন পার্সেলটি হাতে পান তা খুলতেই রীতিমতো হতবাক হয়ে যান।
২০ হাজার রূপি বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার টাকা দিয়ে কেনা হেডফোনের বাক্স খুলতেই দেখা গেলো, ভিতরে রয়েছে কলগেট টুথপেস্ট। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ইদানিং এই ধরনের জালিয়াতি বেড়েছে বলেই অনলাইন শপ থেকে পণ্য ডেলিভারি প্রতিষ্ঠানগুলোও বেশ সচেতন হয়ে উঠেছে। অনেক শপ পণ্য হাতে পাওয়া থেকে বাক্স খোলা পর্যন্ত পুরো ঘটনা ভিডিও করে রাখার নির্দেশ দেয়।
যশ ওঝা সেই নির্দেশ মেনেই মোবাইল ফোনের ক্যামেরা চালু করে আনবক্সিং ভিডিও করছিলেন। ধাপে ধাপে বক্সের সিল কাটা থেকে হেডফোনের বাক্স পর্যন্ত পৌঁছনো পর্যন্ত সবই ঠিক ছিল। যারা ভিডিও দেখছেন, তারা এতক্ষণ কোনোভাবেই টের পাননি যে শেষ পর্যন্ত কী হতে চলেছে।
একটু পরেই দেখা যায়, হেডফোনের আসল বাক্সের ভেতরে ২০ হাজার রূপি মূল্যের সেই হেডফোনের বদলে রয়েছে মাজনের একটি টিউব। পুরো ঘটনাই যশ নিজের ‘এক্স’ হ্যান্ডল-এ পোস্ট করেছেন। সংস্থার কাছে এই সমস্যার সমাধানও চেয়েছেন।
এই ঘটনায় সাড়া দিয়েছে অ্যামাজন। পোস্টটির জবাব দিয়ে তারা লিখেছে, আপনার অর্ডারে ভুল পণ্য পাঠানোর জন্য আমরা দুঃখিত। আমরা আপনার সঙ্গে যোগাযোগ করতে চাইছি। দয়া করে নিজের ডিএম সেটিংস আপডেট করুন এবং ডিএমের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দয়া করে আপনার অর্ডারের তথ্যগুলো আমাদের দিন।
ভুল পণ্য পাঠানোর ঘটনা এই প্রথম নয়। এর আগেও এক ব্যাক্তি অ্যামাজন থেকে ৯০ হাজার রুপির ক্যামেরা লেন্স অর্ডার করে কুইনো ফলের বীজ পেয়েছিলেন।
Discussion about this post