কক্সবাজারে টেকনাফের নাফ নদী সংলগ্ন সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে ৩৭ রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১২ অক্টোবর) রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নাফ নদী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ গণমাধ্যমকে বলেন, শনিবার রাতে টেকনাফের নাফ নদী পয়েন্টে বিজিবির সদস্যরা নিয়মিত নদরদারিতে ছিলেন। একপর্যায়ে তারা দেখতে পান নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে কয়েকটি নৌকায় রোহিঙ্গা সদস্যরা অনুপ্রবেশ করছেন।
তিনি আরও বলেন, নৌকাগুলো নাফ নদীর তীরে পৌঁছালে বিজিবির সদস্যরা রোহিঙ্গাদের অনুপ্রবেশে বাধা দেন। পরে নৌকাগুলো শূন্যরেখা পেরিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।
বিজিবির এই কর্মকর্তা বলেন, নৌকায় থাকা রোহিঙ্গাদের মধ্যে ১৯ শিশু, ১১ নারী ও ৮ জন পুরুষ ছিলেন।
সবশেষে তিনি বলেন, সীমান্তে অনুপ্রবেশ রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে।
এস/এইচ
Discussion about this post